Background of the Publications:
Alzheimer’s and other forms of irreversible progressive degeneration of brain disorders, collectively called dementia, make a new phenomenon to reckon with the world over. Billed as ‘the disease of the century’, dementia has been predicted by the World Health Organisation to be fast approaching to hit the mother earth in a mammoth proportion of an epidemic. The official statistics run as follows: The world population, currently surging at a rate of one new incidence every seven seconds, will touch 1 billion by 2050 against 30 million at present. India, slated to be the second worst hit country next only to China, will have 16.3 million demented people by 2050 against 3.5 million now.
Predominantly an old-age disorder, dementia is set to cast a devastating pressure on health and social care infrastructure of the country which is pathetically under-prepared at the moment to face the imminent epidemic. The Union government has started to tighten its belt and has been reported to have started the process of overhauling its policy of support for the elders, formulated way back in 1990, with special emphasis on dementia and its social implications.
The publications deal with this vast and comparatively new field of dementia, and, as such, are privileged maiden efforts on their own rights in the national scenario. The books will find an ever-increasing number of buyers with the fast pace of spread of the disease.
PUBLISHER: The publisher of the books, ARDSI Calcutta Chapter, is a specialised social organisation in the field of dementia in eastern and north-eastern part of India. The NGO, dedicated to the cause of providing care and support to the people with dementia and their families, is affiliated to the global dementia platform, London-based Alzheimer’s Disease International.
About the Book: This is a Bengali publication for caregivers supporting their loved ones with dementia in a day to day situation. It highlights the strategies caregivers need to adopt in their routine tasks.
Editor: Nilanjana Maulik
Price : Rs 100.00 each
Editor: Prof Dr Shyamal Kumar Das, MD, DM, Head of the Department of Neurology, Bangur Institute of Neurosciences, Kolkata
Co-Editor: Dr Neelanjana Paul, DPM, MD (Psychiatry)
Executive Editor: P. G. Datta Ray, MA (Economics), Journalist and Director (Policy & Programme), Alzheimer’s & Related Disorders Society of India, Calcutta Chapter (ARDSI Calcutta)
Foreword by Prof Dr N N Sarangi
Published by ARDSI Calcutta
Price: Rs 275.00
Editor: Prof Dr Shyamal Kumar Das, MD, DM, Head of the Department of Neurology, Bangur Institute of Neurosciences, Kolkata
Co-Editor: Dr Neelanjana Paul, DPM, MD (Psychiatry)
Executive Editor: P. G. Datta Ray, MA (Economics), Journalist and Director (Policy & Programme), Alzheimer’s & Related Disorders Society of India, Calcutta Chapter (ARDSI Calcutta)
Foreword by Prof Dr N N Sarangi
Published by ARDSI Calcutta
Price: Rs 275.00
ভারতবর্ষের একটি বিরাট সংখ্যার মানুষের ডিমেনশিয়া আছে। ভবিষ্যতে এই ডিমেনশিয়া রোগটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে । ডিমেনশিয়ার দেখাশোনার কাজে খুবই মানসিক চাপ থাকে।দেখাশোনা বাড়িতেই করা হয় এবং সহায়তার পরিকাঠামো খুবই দুর্বল । যেহেতু বয়স্ক মানুষদেরই কোভিড সংক্রমণ হওয়ার ভয় বেশি সেজন্য ডিমেনশিয়া রোগীদের আক্রান্ত হবার সম্ভাবনাও বেশি তাই তাদের সংক্রমণ থেকে রক্ষা করা ও যত্ন নেওয়া প্রয়োজন যেমন দৈনন্দিন সেবাযত্ন ও চিকিৎসা সম্পর্কিত সেবা । অধিকাংশ পরিবারের ক্ষেত্রেই কোভিড অত্যন্ত কঠিন পরিবর্তন সৃষ্টি করেছে । ডিমেনশিয়া তার উপর আরও জটিলতা ও চাপ সৃষ্টি করেছে যেমন হাবভাবের জ্ঞান বা বোধগম্যতা কমে যাওয়া, জায়গা বুঝতে না পারা, অবসাদগ্রস্থ হয়ে পড়া, উত্তেজিত হওয়া, একঘেয়েমি লাগা, একাকীত্ব বা পরিত্যক্ত বোধ হওয়া, সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেওয়া।
কোভিড ১৯ এর সংক্রমণ বয়স্ক মানুষ বিশেষ করে যাদের আরও অন্যান্য শারীরিক সমস্যা আছে তাদের ক্ষেত্রে গুরুতর। ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিটি হয়ত কোভিড ১৯ কি সেটা বুঝতে পারবেন না বা মনে রাখতেও অসুবিধা হবে । এক্ষেত্রে তাকে সতর্ক করে বা ভয় না দেখিয়ে খুব সহজে বুঝিয়ে বলতে হবে। যখন ডিমেনশিয়া রোগীটি বাড়িতে থাকবেন তখন অন্যরা অবশ্যই এই নিম্নলিখিত সতর্কতাগুলি অবলম্বন করবেন।
লকডাউন উঠে গেলে ও সংক্রমণ সম্পর্কে যথেষ্ট সতর্ক থাকতে হবে — কারণ অনেক সময় আশে পাশের লোকজনের মধ্যে সংক্রমণ থাকলেও বোঝা যায়না আর তারা যথেষ্ট সতর্ক নয়। জরুরী অবস্থায় কিছু জিনিষ একদম হাতের কাছে রাখতে হবে
কেয়ার গিভারের নিজের যত্ন নেওয়া জরুরী কিন্তু প্রায়ই এটা ভুলে যাওয়া হয় বা কঠিন হয়ে ওঠে
স্বাস্থ্যকর খাবার খান । নিজেকে নম্র রাখুন । সুস্থ থাকার কিছু ঘরোয়া ব্যায়াম করুন । এমন ধরণের কাজকর্ম করুন যেটা অর্থবহ / প্রয়োজনীয় এবং এঘেয়েমি কাটায় ও উদ্বেগ দূর করে । পরিবার ও বন্ধু বান্ধব দের সঙ্গে সামাজিকভাবে যুক্ত থাকুন । বিশেষভাবে কোভিডের জন্য এর জরুরী : সব খবর সম্পর্কে ওয়াকিবহাল থাকুন কিন্তু আবেগপ্রবণ হয়ে পড়বেন না ।
যদি অস্থির হয়ে পড়েন তাহলে কারুর সাহায্য নিন । কারুর সাহায্য নেওয়াও কিন্তু নিজের যত্ন নেওয়া। যার উপর আস্থা আছে এমন কারুর সঙ্গে কথা বলুন । ARDSI Calcutta হেল্প লাইনের সঙ্গে যোগাযোগ করুন । লকডাউন শিথিল হওয়া সত্বেও সংক্রমণ এড়াতে সব রকম নিরাপত্তার নিয়মগুলি অনুসরণ করতে হবে ।
Tackling dementia requires efforts at global, regional and local levels. We work by empowering Alzheimer and dementia associations to offer care and support for people with dementia and their care partners. Globally, we strive to focus attention on dementia, maintain it as a global health priority, and encourage investment in research.